অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এ গণতন্ত্রপন্থী এক মিডিয়া মালিক গ্রেপ্তার, জামিন আবেদন বাতিল


হংকং এ সংবাদ মাধ্যমের বিশাল ব্যবসায়ী, গণতন্ত্রপন্থী জিমি লাইকে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ৭৩ বছর বয়সী লাই আজ তাঁর Next Digital কোম্পানীর দু জন নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আদালতে হাজির হন। তাঁর কোম্পানি অফিসের যে জায়গা ভাড়া দিয়েছে তার শর্ত লংঘন করার জন্য তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। তাঁর জামিন আবেদন নাকচ করে দেয়া হয় এবং এপ্রিল মাস পর্যন্ত তাঁর মামলার শুনানি মুলতবি করা হয়।

লাইকে আগস্ট মাসে তার বাড়ি থেকে চীনের আরোপিত নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হয় এই অভিযোগে যে তিনি অন্য দেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরই শ‘খানেক পুলিশ লাইয়ের Next Digital কোম্পানীর সদর দপ্তরে হানা দেয়। লাই এরই মধ্যে তাঁর গণতন্ত্র পন্থী কর্মকান্ডের জন্য আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। এ বছরের গোড়ার দিকে যে ১৫ জন সক্রিয়বাদীকে গ্রেপ্তার করা হয়, তিনি হচ্ছেন তাদের অন্যতম। তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয় যার মধ্যে রয়েছে বেআইনি সমাবেশ আয়োজন করা এবং তাতে অংশ নেয়া এবং অন্যদের অংশ নিতে উস্কানি দেওয়া।

XS
SM
MD
LG