অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং-এর সিম কার্ড রেজিস্ট্রেশন আইন গোপনীয়তা বিষয়ে উদ্বেগ বাড়াচ্ছে



গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীরা মোবাইল ফোনের টর্চ ব্যবহার করে হংকংয়ের কসওয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন করছেন, ফাইল ছবি, ১২ই জুন, ২০২০ ছবি, এন্থনি ওয়ালেস/এএফপি
গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীরা মোবাইল ফোনের টর্চ ব্যবহার করে হংকংয়ের কসওয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন করছেন, ফাইল ছবি, ১২ই জুন, ২০২০ ছবি, এন্থনি ওয়ালেস/এএফপি

বিশেজ্ঞরা বলছেন হংকং এ জারি করা নতুন একটি টেলিযোগযোগ আইন যাতে মোবাইল গ্রাহকদের তাদের বৈধ নাম ব্যবহার করে রেজিস্ট্রি করতে হবে, তা ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা আইনে জর্জরিত দেশটিতে আরো ভীতির সৃষ্টি করতে পারেI

জুন মাসে গৃহীত এই আইনটি সেপ্টেম্বরে চালু করা হয়I এই আইন মোতাবেক প্রতি ব্যক্তির জন্য ১০টি প্রিপেইড সিম কার্ড এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য ২৫টি কার্ডের ব্যবহার সীমিত করা হয়েছে। নতুন ব্যবহারকারীদের তাদের পরিচিতি-পত্র অনুযায়ী অবশ্যই তাদের নাম রেজিস্ট্রি করতে হবেI মার্চ মাসে আগে থেকে যারা ব্যবহার করছেন, তাদের এই আইনের আওতায় প্রকৃত নাম রেজিস্ট্রি করতে হবেI

হংকং সরকার জানায় এই নতুন আইন প্রিপেইড সিম ব্যবহার সম্পর্কিত অপরাধ শনাক্তকরণ ও প্রতিরোধে সমর্থ হবে। আর এর ফলে টেলিযোগাযোগ ব্যবস্থার অখণ্ডতা ও যোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তা সুরক্ষিত হবে।

অমান্যকারীদের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লক্ষ ৩০হাজার ডলার জরিমানা করা যেতেপারেI

সাধারণ ভাবে এই নতুন আইনকে হংকংএ গণতন্ত্রপন্থী আন্দোলনে সরকারবিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনের একটি অংশ বলে ভাবা হচ্ছে, যারা ফেইস মাস্ক পরে তাদের পরিচয় ঢাকার চেষ্টা করেছেন বা সম্ভাব্য দমন এড়াতে যোগাযোগের জন্য প্রিপেইড সিম কার্ড ব্যবহার করেছেনI

বেইজিংপন্থী একজন আইনপ্রণেতা, এলিজাবেথ কোয়াট জুন মাসে বিচার বিভাগীয় কাউন্সিলে বলেন, তিনি শংকিত যে সন্ত্রাসীরা ফোন সিম কার্ড ব্যবহার করে শহরে অপরাধে লিপ্ত হতে পারে, তাই তাদের আসল নাম রেজিস্ট্রি করা অপরিহার্য্যI

XS
SM
MD
LG