অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায়, চীনের বিশাল মৎস্য ট্রলারের উপস্থিতি 


দক্ষিণ চীন সাগরের উপকূলীয় এলাকার দাবিদার দেশ, ফিলিপাইনস, বিতর্কিত এলাকায় চীনের এক বিশাল মৎস্য ট্রলারের উপস্থিতির বিরোধিতা করেছেI এই বিরোধ, দুটি এশীয় দেশের মধুর সম্পর্ক, তিক্ত করে দিতে পারেI

ফিলিপাইন্সের জাতীয় টেলিভিশন জানায়, চীনের বিশাল এক ফিশিং ফ্লোটিলা, স্প্রাটলি দ্বীপের কাছে পৌঁছানোতে ফিলিপাইনস সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে; এবং প্রতিরক্ষামন্ত্রী অবিলম্বে ট্রলারগুলিকে ওই স্থান ত্যাগ করার দাবি জানিয়েছেনI

বর্তমানে বিতর্কিত জলসীমায়, ১৮৩টি মৎস্য জাহাজের উপস্থিতি, এক চরম উদ্বেগের কারণI

XS
SM
MD
LG