অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসের নানান রূপ: ধর্মান্ধতা ও উগ্র বর্ণবাদ


সম্প্রতি সন্ত্রাসী উগ্রবাদের একটা অন্যরুপ লক্ষ্য করা গেছে, নিউজিল্যান্ডের দুটি মসজিদে প্রবেশ করে এক লোক ৫০ জনকে হত্যা করেছে। এর দিন কয়েক পরই সোমবার নেদারল্যান্ডসের মুসলিম অধ্যুষিত এলাকায় একটি ট্রামে গুলি চালিয়ে তিন জনকে হত্যা করেছে তুর্কি বংশজাত এক লোক। পাকিস্তানের বালুচিস্তানের জিয়ারতে আজই জঙ্গিরা নিরাপত্তা বাহিনী ৬ জন সদস্যকে হত্যা করেছে। অতএব আমরা লক্ষ্য করছি যে ধর্ম-বর্ণ –জাতিগোষ্ঠিগত স্বার্থ সব কিছু মিলিয়েই সন্ত্রাসী উগ্রবাদ, উনিশ বছর আগে ২১ শতকে প্রবেশের সময়কার আশাবাদের উপর আঘাত।

আজকের এই কল ইন শো’তে আমরা সন্ত্রানী উগ্রবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, ঢাকা থেকে নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, কানাডার টরন্টো থেকে শারিয়া ও ইসলামের মানবতা বিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্য, জার্মানী ভিত্তিক "বাংলাদেশ সেকুলার ফাউণ্ডেশন"এর সঙ্গে সম্পৃক্ত হাসান মাহমুদ এবং কলকাতা থেকে সাংবাদিক ও প্রামাণ্য চিত্র নির্মাতা জয়ন্ত গুহ। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ।

XS
SM
MD
LG