বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে গুজব ও গণপিটুনির যে সব ঘটনা আমরা লক্ষ্য করেছি, তা যে কেবল নিন্দনীয় এবং সর্বতঃ ভাবে পরিত্যাজ্য তাই-ই নয়, একই সঙ্গে তা ভীতির সঞ্চার করতে পারে মানুষের মনে। পদ্মা সেতুর মত এ রকম অবকাঠামোগত উন্নয়ন কাজকে যে কেবল বাধাগ্রস্ত করতে পারে তা নয়, মানুষ হত্যার গুজবে মানুষকেই হত্যা করার এ প্রয়াস, সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। বিশেষত ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে দাবানলের মতো গুজব ছড়ানোর যে প্রচেষ্টা তা সর্বনাশের দিকে দেশকে ঠেলে দিতে পারে। ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবায়িত করার জন্য সম্প্রদায় ও সমাজকে উস্কে দেয়ার এ রকম অপচেষ্টা যে থামিয়ে দেয়া প্রয়োজন সে কথা সকলেই বিশ্বাস করেন।
আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাব ও বিশ্লেষণের এই অনুষ্ঠানে আজকের বিষয়- গুজব ও গণপিটুনি: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। আজ আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ড. শাহদীন মালিক এবং আইনবিদ ও মানবাধিকার কর্মী অ্যাডভকেট দিলরুবা শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ।