অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাক্তন প্রেসিডেন্ট, ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু আজ থেকে 


আজ মঙ্গলবার, যুক্তরাষ্ট্র সেনেটে, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছেI প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে, এক মাস আগে বিদ্রোহে উস্কানি এবং ভোট সত্যায়ন পর্বে ক্যাপিটল ভবনে, সমর্থকদের নির্বাচনের ফলাফলকে বানচাল করতে প্ররোচিত করার জন্য দোষারোপ করা হয়েছেI ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, জো বাইডেন, তাঁকে হারিয়ে দেন, তবে নির্বাচনের সেই ফলাফলকে ট্রাম্প মানতে রাজি হন নি I

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রায় ৮০০ সমর্থকদের হামলা, সেদিন নজিরবিহীন এক মারামারিতে রূপ নিয়েছিলI ক্যাপিটাল ভবনে ঢুকে দরজা-জানালা ভাঙচুর এবং কংগ্রেসের কয়েকটি দপ্তর তছনছ করা হয়I দুঃখজনক সেই হামলায় একজন ক্যাপিটাল পুলিশ সদস্যসহ ৫ জনের মৃত্যু হয়েছিলI

তাঁকে দোষী সাব্যস্ত করতে সেনেটে ২/৩% ভোটের প্রয়োজন পরবে এবং ১৭জন রিপাবলিকান সেনেটরকে তাঁর বিরুদ্ধে রায় দিতে হবে, যা দৃশ্যতঃ অসম্ভব বলে প্রতীয়মান হচ্ছেI রিপাব্লিকানদের শক্ত অবস্থান দেখে মনে হয়, তিনি এবারও রেহাই পেয়ে যাবেনI

তবে ফলাফল যাই দাঁড়াক, যুক্তরাষ্ট্রের দুই শতাব্দীর ইতিহাসে, ট্রাম্পই হবেন, একমাত্র প্রেসিডেন্ট, যিনি দুবার অভিশংসনের মুখোমুখি হবেনI

XS
SM
MD
LG