অ্যাকসেসিবিলিটি লিংক

চেচনিয়ায় স্বাধীন সাংবাদিকতা সহ্য করা হবে নাঃ প্রেসিডেন্ট রমজান কাদিরফ


চেচনিয়ার সাবেক বিদ্রোহী যোদ্ধা, যিনি এখন সে দেশের প্রেসিডেন্ট রমজান কাদিরফ এটা পরিস্কার করে দিয়েছেন যে চেচনিয়ায় স্বাধীন সাংবাদিকতা সহ্য করা হবে না। মনে করা হচ্ছে ক্রেমলিনের সমর্থনেই এই বার্তা দেয়া হয়েছে। তিনি যে ভাবে কভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করেছেন তার সমালোচনায় কাদিরফ এপ্রিলের মাঝামাঝি দিকেই, রাশিয়ার মাত্র কয়েকটি স্বাধীন সংবাদ মাধ্যমের একটি নোভায়া গেজেটা এবং তার সংবাদদাতা এলেনা মিলাশিনাকে হুমকি দেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন তোমরা যদি চা্ও, আমরা অপরাধ করে অপরাধী হয়ে যাই, তা হলে সেটাই বলো। কেউ এই দায়টা নেবে, আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়া হবে, কারাগারে থাকবে তার পরে মুক্তি দেয়া হবে। এই প্রথম নয় যে নোভায়া গেজেটা কিংবা মিলাশিনাকে হুমকি দেয়া হলো। ফেব্রুয়ারি মাসে গ্রজনিতে মিলাশিনাকে প্রহার করা হয়েছিল এবং তাঁকে ও তাঁর সহকর্মীদের বার বার হুমকি দেয়া হয়েছে। ঐ পত্রিকার ছ ‘জন সাংবাদিককে তাদের কাজের জন্য হত্যা করা হয়।

তবে কাদিরফের এই সর্বাম্প্রতিক হুমকি ঐ পত্রিকার সম্পাদককে স্তম্ভিত করেছে এবং যুক্তরাষ্ট্র, হেলসিংকি কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, কাউন্সিল অফ ইউরোপ আর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে যে মস্কো সরকার যেন এ ব্যাপারে ব্যবস্থা নেয় এবং নভোয়া গেজেটা ও মিলাশিনাকে সরক্ষা প্রদান করে। তবে ক্রেমলিন এই হুমকিকে অ্বাভাবিক কিছু নয় বলে নাকচ করে দেয়।

XS
SM
MD
LG