অ্যাকসেসিবিলিটি লিংক

নিউ ইয়র্ক সিটিতে ওমিক্রনে কয়েকজন আক্রান্ত


স্বাস্থ্য কর্মকর্তারা নিউ ইয়র্কে বেশ কয়েকটি ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছেনI নিউ ইয়র্কের ম্যানহাটানে সংক্রমণ পরীক্ষার জন্য তাবু বসানো হয়েছে, ২রা ডিসেম্বর, ২০২১,ছবি/জন
মিনচিলো/এপি
স্বাস্থ্য কর্মকর্তারা নিউ ইয়র্কে বেশ কয়েকটি ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছেনI নিউ ইয়র্কের ম্যানহাটানে সংক্রমণ পরীক্ষার জন্য তাবু বসানো হয়েছে, ২রা ডিসেম্বর, ২০২১,ছবি/জন মিনচিলো/এপি

স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, নিউ ইয়র্কে বেশ কয়েকজন নতুন করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজন নভেম্বরের শেষ ভাগে ম্যানহাটান এ এনিমে কনভেনশন বা অভিন্ন পেশাজীবি সম্মেলনে যোগ দিতে আসেন এবং পরে মিনেসোটা ফিরে গেলে তাকে ওমিক্রন পজিটিভ শনাক্ত করা হয়I

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কনভেনশনে যোগ দেন নি, এমন আরো ৫ জন সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেনI এতে অনর্ভুক্ত রয়েছেন শহরের লং আইল্যান্ড নিবাসী এক ব্যক্তি, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেন, ব্রুকলিন ও কুইন্স'র দুজন এবং আরও একজন যিনি সম্ভবত ভ্রমণ করেছেন।

নিউ ইয়র্কের গভর্নর কেথি হচুল বলেছেন, "শংকিত হওয়ার কোন কারণ নাই।আমরা যখন যে সংবাদ পাচ্ছি লোকজন সেটা জানুক, এটাই আমরা নিশ্চিত করতে চাই"I

নিউ ইয়র্ক সিটির মেয়র, বিল ডে ব্লাজিও বলেন, ভৌগোলিকভাবে পসিটিভ পরীক্ষার বিস্তারে বোঝা যাচ্ছে যে এই কভিড-১৯ ‘এর এই প্রকরণটি শহরে সমাজের মাধ্যমে ছড়াচ্ছে, কোনো একটি বিশেষ ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেইI

যুক্তরাষ্ট্র ক্যালিফর্নিয়া রাজ্যে একজনের শনাক্ত হওয়ার খবর পাওয়ারএকদিন পরেই এই নতুন সংবাদ আসে, ক্যালিফোর্নিয়ার সেই ব্যক্তি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেনI

কর্মকর্তারা বৃহস্পতিবার কলোরাডোতে বসবাসকারী এক নারীর আক্রান্ত হওয়ার কথা জানান। তিনিও সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন।

আয়োজকেরা জানান, নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত "দি এনিমে এনওয়াইসি ২০২১" সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রায় ৫০,০০০ লোক। সম্মেলনে যোগ দেয়া লোকজনদের মাস্ক পড়া আবশ্যকীয় ছিল এবং অন্তত একটি টিকা নিয়েছেন এমন প্রমাণ দেখানোর কথা ছিলI

নিউ ইয়র্কের কর্মকর্তারা জানান, বার্ষিক মেসি'র থ্যাংক্সগিভিং ডে প্যারেড অনুষ্ঠানের আগে তারা জেকব কে জাভিটস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে যোগদানকারীদের খোঁজখবর নিচ্ছেনI টিকা নেয়া লোকজনদের জন্য যুক্তরাষ্ট্রকে উন্মুক্ত করে দেয়াতে বার্ষিক মেসি'র থ্যাংক্সগিভিং ডে প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে আসতে পারেন টিকা নেয়া এমন বহু আন্তর্জাতিক পর্যটকI

XS
SM
MD
LG