অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ায় জাতীয় জাদুঘরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল করল নাগরিকরা


শুক্রবার, তিউনিসিয়ার শত শত নাগরিক তিউনিসে মিছিল করে। ঐ মিছিলের মাধ্যমে শুধু ফ্রান্সের কাছ থেকে ৫৯ বছর আগে স্বাধীনতা প্রাপ্তি উদযাপনই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানায় তিউনিসবাসী। দুদিন আগে তিউনিসিয়ার জাতীয় জাদুঘরে মারাত্মক হামলা চালায় সন্ত্রাসীরা।

স্বঘোষিত ইসলামিক স্টেট সন্ত্রাসী সংগঠন বুধবারের হামলায় বিদেশী পর্যটকসহ ২০জনকে হত্যা করে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রনালয় শুক্রবার বলেছে, তৃতীয় একজন পোলিশ নাগরিক ঐ হামলায় মারা গেছে। আহত হয়েছে পোল্যান্ডের ১০জন নাগরিক।

ভ্যাটিক্যান রেডিও শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, পোপ ফ্রান্সিস তিউনিসের আর্চবিশপকে একটি চিঠির মাধ্যমে এই হামলার নিন্দা জানিয়েছেন।

XS
SM
MD
LG