অ্যাকসেসিবিলিটি লিংক

সুলায়মানি হত্যা: সংকট ঘনীভূত হবার আশংকা করলেন সাঈদ ইফতেখার


গত শুক্রবার বাগদাদ বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে কুদ্স বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলায়মানি এবং ইরাকি মিলিশিয়া বাহিনীর নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হবার পর, কেবল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে তা্‌ই-ই নয় গোটা বিশ্ব জুড়েই আশঙ্কা এবং উদ্বেগ বিরাজ করছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ত সম্পর্ক চলে আসছে সেই ইরানে ইসলামি বিপ্লবের সময় থেকেই। মাঝখানে উত্তেজনা খানিকটা প্রশমিত হলেও শুক্রবার ইরানি এবং ইরানপন্থিদের উপর এই আক্রমণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এ সম্পর্কেই American Public University System এ School of Security and Global Studies এর Adjunct Faculty ড সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে ওয়াশিংটন থেকে টেলিফোনে কথা বলেছেন, আনিস আহমেদ।

please wait

No media source currently available

0:00 0:11:25 0:00


XS
SM
MD
LG