অ্যাকসেসিবিলিটি লিংক

অসমে এনআরসি'র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ বাসিন্দা


ভারতের অসম রাজ্যে আজ এনআরসি'র চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, এতে বাদ পড়েছেন ১৯ লক্ষ বাসিন্দা।

অসমের বহু প্রতীক্ষিত জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির খসড়া তালিকা থেকে বাদ যাওয়া মানুষের সংখ্যা ছিল ৪০ লক্ষেরও বেশি। সেই তুলনায় চূড়ান্ত তালিকা হয়েছে অর্ধেকেরও কম, বাদ গিয়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬ শো ৫৭ জনের নাম।

এনআরসির কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা এক বিবৃতিতে জানান, মোট ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের নাম জাতীয় নাগরিক পঞ্জীর অন্তর্ভুক্ত হয়েছে। খসড়া তালিকায় বাদ যাওয়া অসমবাসীদের মধ্যে ৪ লক্ষ লোক পুনর্বিবেচনার আবেদনই করেননি। সেই হিসেবে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১৫ লক্ষ লোক। তাঁরা আগামী চার মাসের মধ্যে বিদেশী ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, খসড়ায় বাদ যাওয়া ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন জওয়ান মহম্মদ সানাউল্লার নাম এবারও ওঠেনি। এছাড়া অসমের বিরোধী দলের বিধায়ক অনন্ত কুমার মালো আর তাঁর ছেলের নামও তালিকায় নেই।

এই তালিকা অসম গণ পরিষদ, কংগ্রেস, বিজেপি, কাউকেই খুশি করতে পারেনি। অল ইন্ডিয়া মজলিশ ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাউদ্দিন ওয়াইসিও এটির তীব্র সমালোচনা করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

অসমের সবশেষ পরিস্থিতি জানতে ওয়াশিংটন স্টুডিও থেকে তাওহীদুল ইসলাম কথা বলেন কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী'র সঙ্গে।

please wait

No media source currently available

0:00 0:08:17 0:00

XS
SM
MD
LG