অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার


কাশ্মীরে পশ্চিমবঙ্গের শ্রমিক হত্যার জেরে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্য প্রশাসন। উপত্যকায় কর্মরত রাজ্যবাসীদের ফেরানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন। ইতোমধ্যেই জম্মু থেকে ট্রেনে উঠছেন ১৩১ জন শ্রমিক। তাঁদের রাজ্যে ফেরার গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত শ্রমিকরা কাশ্মীরে কাজের তাগিদে রয়েছেন, তাঁদের থেকেই অনুরোধ আসে মুখ্যমন্ত্রীর কাছে। জানান, তাঁরা প্রত্যেকেই সংকটে রয়েছেন। গোটা বিষয়টি জানিয়ে রাজ্য সরকারের সাহায্যও চান তাঁরা। সেই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই ব্যবস্থা নেন তিনি। কথা বলেন, জম্মু কাশ্মীরের সরকারের সঙ্গেও। এরপরই উপত্যকায় থাকা পশ্চিমবঙ্গের শ্রমিকদের এ রাজ্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00


XS
SM
MD
LG