অ্যাকসেসিবিলিটি লিংক

আবরার হত্যা মামলার বিচার দ্রুত বিচার আদালতে


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট এর ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি এর গোয়েন্দা শাখা।

বুধবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি'র কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে বুয়েটের ২৫ জন ছাত্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। বলেন, এদের মধ্যে এজাহার ভুক্ত ১৯ জন ও এজাহারের বাইরের ৬ জন যার মধ্যে একজন পলাতক আছেন।

এই ২৫ জনের মধ্যে ১১ জন আবরারকে হত্যায় সরাসরি অংশ নেন বলে উল্লেখ করে তিনি বলেন, বাকি ১৪ জনকে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কারণে অভিযোগ পত্রে আসামি করা হয়েছে। মনিরুল ইসলাম বলেন, কোন একক কারনে নয় বরং শিবির সন্দেহসহ আরো কয়েকটি কারণে তাকে হত্যা করা হয়।

এদিকে, আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যা মামলার বিচার দ্রুত বিচার আদালতে অনুষ্ঠিত হবে।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00


XS
SM
MD
LG