অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের চন্দ্রযানের ল্যান্ডার চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে বলে জানিয়েছে নাসা


গত ৭ই সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঠিক আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চাঁদে তার যে সব পরীক্ষা নিরীক্ষার কথা ছিল, তা আর করা যায়নি। পরে চন্দ্রযানের অরবিটারের পাঠানো ছবি থেকে বিক্রমকে চিহ্নিত করা গেলেও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা বিফল হয়েছে।ইসরো এটা বুঝতে পারছিল যে হালকা ভাবে অবতরণ বা মহাকাশের পরিভাষায় যাকে সফ্ট ল্যান্ডিং বলে তা হয়নি। তা হলে পরিকল্পনা অনুযায়ী অভিযান চালানো যেত। আবার আছড়ে পড়া বা ক্র্যাশ ল্যান্ডিং হলে বিক্রম পুরো ধ্বংস হয়ে যেত, তা হয়নি, তার পেটে প্রজ্ঞানেরও ক্ষতি হয়নি।

শেষ পর্যন্ত আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তার অরবিটারের পাঠানো হাই রেজোলিউশন ছবি দেখে জানিয়েছে, বিক্রম চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে। চন্দ্র অভিযানে এই দুই মহাকাশ সংস্থা এক সঙ্গে কাজ করবে ঠিক করেছে, আজকের বার্তা সেই সহযোগিতার প্রথম ধাপ ধরে নেওয়া যায়।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00


XS
SM
MD
LG