অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণ ও খুনের ঘটনায় গাফিলতিতে হায়দরাবাদে তিন পুলিশ সাসপেন্ড


ভারতের হায়দরাবাদ শহরে এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় গাফিলতির অভিযোগে তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

হায়দরাবাদে চার জন ট্রাক কর্মী গত বুধবার রাতে ২৫ বছরের এক তরুণী পশুচিকিৎসকের স্কুটারের চাকার হাওয়া বের করে দিয়ে তা সারানোর নামে তাঁকে ধর্ষণ করে পুড়িয়ে মারে। পরের দিন সকালে তাঁর পোড়া দেহ পাওয়া গেলে ওই নৃশংসতা দেখে সারা ভারতের সর্বত্র জনতা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

শুক্রবার সন্ধ্যায় চিন্তাকুন্তা চেন্নাকেশভুলু, জল্লু শিবা, জল্লু নবীন আর মোহাম্মদ আরিফ নামে চার অভিযুক্তই ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা ধর্ষক-খুনিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে থানা ঘেরাও করে। আদালত তাদের আপাতত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার পুলিশের বিরুদ্ধে।

মৃতা তরুণীর বাবা জানান, মেয়ে নিখোঁজ বলে তিনি থানায় ডায়েরি করতে গিয়ে পুলিশের চরম অসহযোগিতার মুখে পড়েন। এই থানা থেকে ওই থানায় ছোটাছুটি করেই ৫-৬ ঘন্টা কেটে যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন জন পুলিশকর্মীকে কর্তব্যে অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00


XS
SM
MD
LG