অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের কোনও মিউজিক কোম্পানি পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করলে আমরা পদক্ষেপ নেবঃ রাজ ঠাকরে


জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদের হামলায় ৪৯ জন জওয়ান নিহত হওয়ায় সারা ভারত প্রতিশোধের দাবিতে ফুঁসছে।

ভারত সরকার বলেছে, এই কাপুরুষোচিত আক্রমণের যোগ্য জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত। অন্যদিকে উরির ঘটনার পর যেমন হয়েছিল ঠিক সেভাবেই এ বার পুলওয়ামায় হামলার পর ফের মহারাষ্ট্র নবনির্মান সেনা প্রধান রাজ ঠাকরে ঘোষণা করেছেন, ”ভারতের কোনও মিউজিক কোম্পানি যেন পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করে। যারা কাজ শুরু করেছে, তাদের কাজ বন্ধ করতে হবে। নইলে আমরা পদক্ষেপ নেব।” সম্প্রতি টি-সিরিজ কোম্পানি পাকিস্তানের দুই জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান ও আতিফ আসলামের সঙ্গে দুটি ভিন্ন গানের অ্যালবাম করছিল। এই হুঁশিয়ারির পর তাদের ইউটিউব চ্যানেল থেকে ওই দুই গায়কের গান বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর আগেও উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানের নায়ক-গায়কদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল রাজ ঠাকরের দল। ফলে ফাওয়াদ খানদের মতো নায়ক ও আতিফ আসলামের মতো গায়কদের ভারত ছেেড় চলে যেতে হয়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG