অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নিজের জীবন দিয়ে পর্যটকদের বাঁচানোর জন্য কাশ্মীরি ট্যুর গাইডকে সরকার মরণোত্তর পুরস্কার দেবে


ভারতে নিজের জীবন দিয়ে পর্যটকদের বাঁচানোর জন্য কাশ্মীরি ট্যুর গাইডকে সরকার মরণোত্তর পুরস্কার দেবে।

রউফ আহমেদ দার ছিলেন জম্মু ও কাশ্মীরের পহলগামে একজন ট্যুর গাইড। গত শুক্রবার রাতে তাঁর সঙ্গে খরস্রোতা লিডার নদীতে হোয়াইট ওয়াটার রাফটিং করতে গিয়েছিলেন দুজন বিদেশি সহ কলকাতার পাঁচ জন পর্যটক।

অন্ধকারে ওই অভিযান বিপজ্জনক বলা সত্ত্বেও তাঁরা জোরাজুরি করে নৌকোয় ওঠেন। হঠাৎ প্রবল হাওয়ায় নৌকো উল্টে সকলেই জলে পড়ে যান। দার অমানুষিক পরিশ্রম করে পাঁচ জনকেই পাড়ে তুলে দেন, কিন্তু নিজে স্রোতে ভেসে যান। পরের দিন তাঁর দেহ পাওয়া যায়। ৩২ বছর বয়েসি এই যুবকটি তাঁর মহত্ব, বীরত্ব ও কাশ্মীরের চিরাচরিত আতিথেয়তা বা কাশ্মীরিয়তের জন্য সারা দেশের মানুষের কাছে আদর্শ হয়ে থাকবেন। সরকারের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর সম্মান জানানোর এবং তাঁর পরিবারকে প্রাথমিকভাবে ৭ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, রউফ আমাদের সব কাশ্মীরিদের গর্ব।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG