অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসতে পারেন


ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করলেও এর মধ্যে তা হয়ে উঠবে কিনা সন্দেহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, ট্রাম্প তা গ্রহণও করেছিলেন। তার আগে ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন। মোদীর ইচ্ছা, নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প এখানে ঘুরে যান। সেক্ষেত্রে সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পকে সে কথা মনে করিয়ে দিয়েছেন।

মোদী গত ৭ই জানুয়ারি ট্রাম্পকে ফোন করেছেন। এবার ট্রাম্প নিজেই ফেব্রুয়ারিতে ভারতে আসতে চান বলে জানা গিয়েছে। সম্ভাব্য দিন ১৮-২৬। তবে ঐ সময়ে যুক্তরাষ্ট্রের সেনেটে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রক্রিয়া চলবে বলে আরো অনেকগুলো দিন ভেবে রাখা হয়েছে। মার্চের ১৬-২০, এপ্রিল ৬-১৭, মে ২৬-২৯, জুলাই ৫-১৭, আগস্ট ১০ আর সেপ্টেম্বর ৭। এগুলোর মধ্যে কোনও না কোনও দিন সফর সম্ভব বলে দুই পক্ষেরই আশা।

এদিকে আজ দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের প্রিন্সিপ্যাল উপ-সহকারী বিদেশ সচিব অ্যালিস ওয়েলস তিন দিনের সফরে দিল্লিতে এসে পৌঁছেছেন।

please wait

No media source currently available

0:00 0:01:25 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG