অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সাতটি বিমানবন্দরে করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে সতর্ক ব্যবস্থা


করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের সাতটি বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্ক ব্যবস্থা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

আর যে ৭টি বিমানবন্দরকে আগাম সতর্ক করা হয়েছে সেগুলি হল কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বই ও কোচিন। ঐসব বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, চীনে যে কোন শহরের বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে একবার ভারতের মেডিক্যাল চেকপয়েন্টে যাত্রীকে চেক করা হচ্ছে। সেখানে মেডিক্যাল চেক ‘ওকে’ হলে একটা কাগজ দেওয়া হচ্ছে। একটা কপি সেখানকার মেডিক্যাল ক্যাম্পে থাকছে আর দ্বিতীয় কপি দেওয়া হচ্ছে যাত্রীকে। তিনি ভারতে ঢোকার পর বিমান থেকে নেমেই ফের মেডিক্যাল চেকআপ করা হচ্ছে। তাতে ফিট থাকলে তবে ইমিগ্রেশন দেওয়া হচ্ছে বা বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে গত ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার সময় একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। বিমানবন্দর সূত্রে খবর, ইনফ্রারেড থার্মাল স্ক্যানার ক্যামেরার মাধ্যমে যাত্রীদের স্বাস্থ্য খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাস অনেকটা নিউমোনিয়ার মতো। অর্থাৎ প্রথম লক্ষণ সর্দি-কাশি ও শ্বাসকষ্ট। সেখান থেকেই সারা শরীরে ছড়াচ্ছে। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাস। ফলে জোর দেওয়া হচ্ছে মুখ ঢেকে থাকাসহ অন্যান্য ব্যবস্থার ওপরে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00


XS
SM
MD
LG