অ্যাকসেসিবিলিটি লিংক

ভেতরের লোকেদের বিশ্বাসঘাতকতায় দান্তেওড়ায় মাওবাদী বিস্ফোরন: সন্দেহ সিআরপিএফ'র


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, দু’দিন আগে ভারতের ছত্তিশগড়ের দান্তেওড়ায় মাওবাদী বিস্ফোরনে সাতজন জওয়ানের মৃত্যুর ঘটনায়, ভেতরের লোকেদের বিশ্বাসঘাতকতা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে সেন্টাল রিজার্ভ পুলিশ ফোর্স- সিআরপিএফ ।

তাদের আশঙ্কা জওয়ানদের গতিবিধি সংক্রান্ত খবর সম্ভবত ফাঁস হয়ে গিয়েছিল।যার ফলেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে সাত জওয়ানের প্রাণ কেড়ে নিতে পেরেছে মাওবাদীরা।

এই ঘটনা বাইরের কারোর কাজ কি না তা নিয়েও তদন্ত শুরু করেছে সিআরপিএফ। সিআরপিএফে ডিরেক্টর জেনারেল কে দূর্গাপ্রসাদ সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, জওয়ানদের গতিবিধি নিয়ে যে তথ্য ফাঁস হয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG