অ্যাকসেসিবিলিটি লিংক

জামাত-উলেমা-ই-হিন্দ এর জনসভায় বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এক নজিরহীন সিদ্ধান্তে বৃহস্পতিবার শহীদ মিনার ময়দানে জামাত-উলেমা-ই-হিন্দ সংগঠনের ডাকা এক জনসভায় বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, ২০১৬-য় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সংখ্যালঘু ভোট টানবার লক্ষ্যে মমতার এই সিদ্ধান্ত।

এই সংগঠনের নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর দাবি, এ রাজ্যের ৫০ লক্ষ মুসলিম তাঁদের সমর্থক। বৃহস্পতিবারের সভায় তিন লক্ষ মানুষ আসবেন বলে তাঁর দাবি। তিনি যে কতটা বিজেপি-বিরোধী, সে কথা মুসলিমদের বোঝানোই মমতার লক্ষ্য হবে বলে শোনা যাচ্ছে। রাজ্যের মুসলিম জনসংখ্যা ২৮ শতাংশ। বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ১২৫টিতে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ। ২০১১-র বিধানসভা নির্বাচনে এর মধ্যে ৯২টি জিতে নিয়েছিল তৃণমূল। এ ভাবে জামাত-এর মাধ্যমে মুসলিমদের খুশি করবার চেষ্টা ছাড়াও প্রাক্তন সিপিএম নেতা রেজ্জাক মোল্লার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছিল তৃণমূল। তিনি অবশ্য সাড়া দেননি। কিন্তু সম্প্রতি মোদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছে, এই অভিযোগকে নস্যাত করবার চেষ্টাতেই নতুন করে সংখ্যালঘুদের তুষ্ট করবার উদ্যোগ নিয়েছে তৃণমূল।

XS
SM
MD
LG