অ্যাকসেসিবিলিটি লিংক

মোদির ডাকা বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা


ভারতে আগামী ১৫ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সেকথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে৷ সংশ্লিষ্ট সূত্রের খবর, চিঠিতে একগুচ্ছ অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, রাজ্যের স্বার্থ রক্ষার্থে ব্যর্থ নীতি আয়োগ৷ আর্থিক বণ্টন সম্পর্কিত যথাযথ পরিকল্পনা রূপায়ণ করতে পারেনি এই কেন্দ্রীয় সংস্থা৷

নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এই নীতি আয়োগের আর্থিক ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের উন্নয়নে কোন রকমের আর্থিক সাহায্য নীতি আয়োগ করতে পারেনি৷ আর্থিক সাহায্য চেয়ে রাজ্য একাধিকবার চিঠি পাঠালেও, তার উত্তর দেওয়া হয়নি৷ চিঠিতে যোজনা কমিশনের ক্ষমতার সঙ্গে নীতি আয়োগের তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী৷ ক্ষোভ জানিয়ে বলেছেন, যোজনা কমিশনের মতো কাজ করতে পারেনি এই সংস্থা৷ এর দ্বারা রাজ্যের কোন উপকার হয়নি৷ তাই এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না৷

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG