অ্যাকসেসিবিলিটি লিংক

২৬শে অক্টোবর দিল্লিতে বসছে ভারত-আফ্রিকা ফোরামের তৃতীয় বৈঠক


আগামী ২৬শে থেকে ২৯শে অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ভারত-আফ্রিকা ফোরামের তৃতীয় বৈঠক। আসছেন আফ্রিকার ৫৪ জন রাষ্ট্রপ্রধান । মাস দেড়েক আগে থেকেই সব রাষ্ট্রপ্রধানদের শরীরের মাপ চেয়ে নেওয়া হয়েছে দিল্লিতে ওই দেশগুলির রাষ্ট্রদূতদের মাধ্যমে । কেননা, প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি নিজে যেমন চুড়িদার পাজামার সঙ্গে হাফ হাতা কুর্তা ও মোদি জ্যাকেট পরেন, তারই একটি করে পোশাকের সেট মোদি উপহার দিতে চান অতিথিদের । তিন দিনের সম্মেলনের এক ফাঁকে যে গ্রুপ ফোটো তোলা হবে, সেখানে একই পোশাক-পরা এত জন শীর্ষ নেতাদের উপস্থিতি একই সঙ্গে একটা বিশিষ্ট স্টাইল স্টেটমেন্ট তথা ভারত-আফ্রিকা ঐক্যের প্রদর্শনী হয়ে উঠবে। বিদেশি নেতারা সানন্দে গায়ের মাপ পাঠিয়েছেন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে খবর । এই অভিনব উপহারের ভাবনা স্বয়ং প্রধানমন্ত্রির মস্তিষ্কপ্রসূত বলেই জানা যাচ্ছে । এই ফোরামের প্রথম দুই বৈঠক বসেছিল ২০০৮ সালে দিল্লিতে ও ২০১১ সালে আদ্দিস আবাবায় । শীর্ষ নেতাদের বৈঠকের আগে হবে বিদেশ মন্ত্রিদের বৈঠক । কোলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG