অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে বাংলাদেশী নিহতের ঘটনা বন্ধের প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত করেছে ভারত


সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে নিরস্র বাংলাদেশী নিহতের ঘটনা বন্ধের প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত করেছে ভারত।

বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত চারদিন ব্যাপী দুই দেশের সীমান্ত রক্ষীদের উচ্চ পর্যায়ের ৫০তম বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্থানা এমন প্রতিশ্রুতি পুনঃব্যাক্ত করে বলেন সীমান্তে হত্যা দুর্ভাগ্যজনক এবং এই হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনতে তাঁর দেশ প্রতিশ্রুতি বদ্ধ। একইসঙ্গে সীমান্ত হত্যার মতো ঘটনা বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমকেই দোষারোপ করছেন তিনি। বিএসএফ প্রধান বলেন সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী যৌথ টহল দিতে একমত হয়েছে। তবে ভারতের বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে বার বার সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দেয়া হলেও সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সমূহ। বাংলাদেশের বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সাড়ে আট মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সহিংসতায় মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জন বাংলাদেশির যার মধ্যে ৩২ জন নিহত হয়েছেন বিএসএফ সদস্যদের গুলিতে এবং অপর পাঁচজনের মৃত্যু হয়েছে তাঁদের শারীরিক নির্যাতনে। বাকি দুই জনের মৃত্যুর কারন এখনো জানা যায় নাই। সংস্থাটি জানিয়েছে ২০১৮ সালে সীমান্তে ১৫ জন নিহত হয়েছেন এবং ২০১৯ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম বলেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান বিশাল সীমান্ত নদী, পাহাড় ও সমতল ভূমি নিয়ে গঠিত এবং এই জটিল সীমানার নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশই বদ্ধপরিকর। সীমান্ত বৈঠকের শেষ দিনে আজ স্বাক্ষরিত হয় সম্মেলনের যৌথ দলিল যাতে বলা হয়েছে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, মানব পাচার রোধ ও মানবাধিকারের বিষয় সমূহ দুই দেশের সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে প্রধান্য পাবে।

সরাসরি লিংক



XS
SM
MD
LG