অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকায় ৩১ জুলাই ছিটমহল হস্তান্তরিত হবে


Bangladesh India
Bangladesh India

৩১ জুলাই শুক্রবারের পরে ছিটমহল বলতে আর কিছুই থাকবে না। থাকবে না দেশ এবং রাষ্ট্রবিহীন হাজার হাজার মানুষ। তারা দেশ পাবেন, রাষ্ট্রের নাগরিক হবেন। কারণ ৩১ জুলাই হস্তান্তরিত হবে বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলো - যার জন্ম হয়েছিল ১৯৪৭ সালের দেশ বিভাগের মধ্যদিয়ে। এ কারণে প্রতিটি ছিটমহলে শুক্রবার রাতে প্রচলিতভাবে ৬৮টি মোমবাতি। এদিকে বাংলাদেশ অংশে ছিটমহল আসবে ১১১টি, আর ভারতীয় অংশে ছিটমহল যাবে ৫১টি। বাংলাদেশে যে ছিটমহলগুলো আসবে তাতে আনন্দ-উৎসব উদযাপনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। এরই আভাস মেলে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহলবাসীর বক্তব্যে।
আনন্দ-উল্লাসের সব আয়োজন সম্পন্ন হলেও বেশ কিছু সমস্যার এখনো সমাধান হয়নি। যেমন জমিজমার কি হবে এবং কিভাবে মিটবেই এই সঙ্কট ও যারা এখনো জনগণনা জরিপ তালিকায় নাম তালিকাভুক্ত করেননি তাদের ক্ষেত্রেই বা কি হবে। এসব প্রশ্ন আনন্দ আর উৎসবের মাঝেও বার বার উচ্চারিত হচ্ছে।

সে সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:04:50 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG