অ্যাকসেসিবিলিটি লিংক

মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতিতে উদ্বিগ্ন চীন


একই রকেটে একশো চারটি উপগ্রহ সফলভাবে নিক্ষেপ করে গোট বিশ্বের কাছে মহাকাশবিজ্ঞানে ভারতের এই চমকপ্রদ সাফল্যকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বেজিং।

আজ যখন চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন পর বহু প্রতীক্ষিত উচ্চপর্যায়ের বিদেশসচিব স্তরের বৈঠক শুরু হচ্ছে, আর সেই বৈঠকের প্রাক্কালে চীনের সরকারি সংবাদমাধ্যম (গ্লোবাল টাইমস) সরাসরি জানিয়েছে, ভারত ক্রমেই মহাকাশ প্রযুক্তি ও গবেষণায় বড়সড় ‘থ্রেট’ হয়ে উঠছে।

ভারতীয় বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে বলা হয়েছে, এত কম ব্যয়ে এই বিরাট সাফল্য অর্জন করে ভারত বিশ্বের অন্যতম প্রথম সারির মহাকাশ প্রযুক্তির শক্তি হিসাবে জায়গা করে নিয়েছে। এটা চীনের কাছে চিন্তার। কারণ চীন বিপুল অর্থ খরচ করে মহাকাশ বিজ্ঞানের পিছনে। সেই তুলনায় সাফল্য মোটেই আশাব্যঞ্জক নয় বলেই মনে করে চীন - এমনটাই জানিয়েছে গ্লোবাল টাইমস । কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00


XS
SM
MD
LG