অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ক্রমশ নিম্নমুখী নতুন আক্রান্তের হার


দেখতে দেখতে ভারতে প্রায় ৬০ লক্ষ করোনারোগী মুক্তি পেয়ে গেলেন এই মারণ রোগের প্রভাব থেকে। ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে আরও একটি স্বস্তির পরিসংখ্যানের দিকে এগোচ্ছে ভারত। দেশে লাগাতার তিন সপ্তাহ নতুন আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন। ক্রমশ নিম্নমুখী নতুন আক্রান্তের হারও। যার ফলে ক্রমাগত সক্রিয় রোগীর সংখ্যা কমছে। যদিও দৈনিক সংক্রমণের সংখ্যাটা এখনও উদ্বেগজনক। শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩ হাজার ২৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৩ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটা সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জন।

please wait

No media source currently available

0:00 0:01:18 0:00


XS
SM
MD
LG