অশান্তি ছড়ানোর আশঙ্কায় জম্মু-কাশ্মীরের সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে এবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার।
দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের রায়ে এই মুহূর্তে জম্মু-কাশ্মীরে স্বস্তি ফিরে আসলো । সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট, সক্রিয় করতে হবে সরকারি ওয়েবসাইট, ই-ব্যাঙ্কিং। এমনকী সাত দিনের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা খতিয়ে দেখারও পরামর্শ সুপ্রিম কোর্টের। উল্লেখ করা যেতে পারে ৩৭০ ধারা রদের পর ১৫৮ দিন ধরে চলা নিষেধাজ্ঞার মধ্যেই আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ১৪৪ ধারা জারি করে নির্বিচারে মানুষের অধিকারে হাত দেওয়া যায় না। নিষেধাজ্ঞা সংক্রান্ত সব নির্দেশ জনসমক্ষে প্রকাশ করতে হবে।
ইন্টারনেট মাধ্যমে মত প্রকাশের অধিকার-মৌলিক অধিকার বলেও পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের।আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে, এক সপ্তাহের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনা করে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে। প্রসঙ্গত বলা যেতে পারে দ্বিতীয় বাড়ের মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আমলে সংসদের বাদল অধিবেশনের শেষলগ্নে গত বছরের আগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫(এ) ধারা প্রত্যাহার করা হয়। আর সেক্ষেত্রে অশান্তির আশঙ্কায় অশান্তি রুখতে ইন্টারনেট ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয় ভূস্বর্গে জম্মু-কাশ্মীরের প্রশাসনের নির্দেশে।