অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী ৩০শে মে শপথ গ্রহণ করবেন


রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ভারতের পরবর্তী মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের দিনক্ষণ জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার ৩০শে মে সন্ধ্যা ৭টায় মন্ত্রীরা শপথ নেবেন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোর বণ্টন সেরে ফেলতে পারেন। ওদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এখনও পদত্যাগের সিদ্ধান্তে অটল রয়েছেন।

কংগ্রেসের নেতৃত্ব থেকে পরিবারতন্ত্রের তকমা ঘোচাতে বদ্ধপরিকর রাহুল বলেছেন, আমার জায়গায় বোন প্রিয়ঙ্কাকে অথবা মা সনিয়া গান্ধীকেও যেন দলীয় নেতৃত্ব নিতে বলা না হয়।

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল কংগ্রেসের তিন জন প্রবীণ নেতার নাম করে বলেন, ওঁরা দলের ক্ষতি করেও ওঁদের ছেলেদের এমপি করার দাবিতে অনড় ছিলেন। ইতিমধ্যে রাজ্যগুলিতে শোচনীয় ফলের দায় মাথায় নিয়ে উত্তরপ্রদেশ, ওড়িশা ও মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতিরা পদত্যাগ করেছেন, আজ ইস্তফা দিলেন পাঞ্জাব, ঝাড়খণ্ড ও অসমের দলনেতা তিন জন।

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG