অ্যাকসেসিবিলিটি লিংক

৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরকে দু'ভাগ করে দিয়েছে ভারত সরকার


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ ভারতের সংসদে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত কয়েকটি যুগান্তকারী বিল পেশ করেছেন। প্রথমত, সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা অনুযায়ী ওই রাজ্যটি যে বিশেষ মর্যাদা পেত, তা রদ করে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যটিকে ভেঙে দু'ভাগ করে লাদাখকে আলাদা করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনওটিই আর রাজ্য থাকবে না, হয়ে যাবে কেন্দ্র শাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকবে, লাদাখে থাকবে না।

এর সুদূর প্রসারী প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে বলেই সরকার বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। রাজনৈতিক মহল সেটা আঁচ করলেও সরকারি ভাবে কেবল জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হচ্ছিল। সংসদে বিল পেশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জওহরলাল নেহরু যে ঐতিহাসিক ভুল করেছিলেন, আজ তা সংশোধন করা হলো। কংগ্রেস সহ বিভিন্ন দল এর বিরোধিতা করলেও কয়েকটি আঞ্চলিক দল সরকারের পক্ষ নিয়েছে।

XS
SM
MD
LG