পদত্যাগী তরুণ কাশ্মীরি আইএএস অফিসার শেখ ফয়জল আজ শ্রীনগরে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন।
কাশ্মীরিদের ওপর বলগাহীন হত্যা ও দমন পীড়নের প্রতিবাদে এই বছরের গোড়ায় ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক আইএএস অফিসারের পদ ত্যাগ করেছিলেন শেখ ফয়জল। আজ রবিবার শ্রীনগরে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে তিনি জানান, এটি হবে কাশ্মীরের যুবমানসের প্রতিভূ। কাশ্মীরিদের নিরাপত্তা ফিরিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দলের নাম "জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট"। ফয়জল বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সিবিআই, আরবিআই, এনআইএ, সবই অতীত গৌরব হারিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের প্রশংসা করে তিনি বলেন, ওঁদের রাজনৈতিক সংগ্রাম আমার আদর্শ। শান্তিপূর্ণ ভাবে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য তাঁর দল কাজ করবে।