মধ্য এশিয়ার সংগে ভারতের সম্পর্ক আরো মজবুত হল। আগামী দিনে বাণিজ্য থেকে শুরু করে সন্ত্রাসবাদ প্রতিটি ক্ষেত্রেই এক সংগে কাজ করবে প্রতিটি দেশ। প্রতিটি প্রয়োজনে একে অপরকে সাহায্য করবে। রাশিয়া ও মধ্য এশিয়া সফর শেষে দেশে ফিরে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফর শেষে দিল্লীর পালাম বিমান বন্দরে পা রেখেই টুইট বার্তায় শুভেচ্ছা জানান প্রধান মন্ত্রী রাশিয়া সহ প্রতিটি দেশের শীর্ষ নেতাদের।
সেই সংগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমার এই সফর অত্যন্ত সফল। প্রতিটি দেশের রাষ্ট্র প্রধানই আমার সংগে একমত হয়েছেন, সন্ত্রাসবাদ এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় সমস্যা।
যে কোনো মূল্যেই আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।