অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে থেকে যেতে পারবেন প্রতিবেশী দেশ থেকে আসা ২ লক্ষ সংখ্যালঘু অভিবাসি


আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় কারণে পীড়নের আশঙ্কায় ভারতে চলে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন অন্তত ২ লক্ষ সংখ্যালঘু মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে মন্ত্রক সোমবার এক আদেশনামা প্রকাশ করে জানিয়েছে, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই এঁরা এখন ভারতে থেকে যেতে পারবেন। এই সংখ্যালঘুদের মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, পার্সি, জৈন, খৃস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। এঁদের মধ্যে অনেকের কাছে কোনও রকম বৈধ কাগজপত্রই নেই। আবার, অনেকে ভারতে এসেছেন বৈধ পাসপোর্ট-ভিসা নিযেই। কিন্তু ইতিমধ্যেই ফুরিয়ে গিয়েছে ভিসার মেয়াদ। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশনামায় বলা হয়েছে, ভারতে থেকে যাওয়ার অনুমতি পাবেন এই ধরনের মানুষেরাও।

XS
SM
MD
LG