অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ, হুগলির জনসভায় মোদি


পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ, হুগলির জনসভায় মোদি
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ, হুগলির জনসভায় মোদি

সোমবার কলকাতার শহরতলীর নোয়াপাড়া দক্ষিণেশ্বর এরমধ্যে মেট্রোরেলের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

সোমবার কলকাতার শহরতলীর নোয়াপাড়া দক্ষিণেশ্বর এরমধ্যে মেট্রোরেলের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এসময় হুগলির ডানলপের জনসভায় মোদি বলেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ।

এবার বাংলায় পরিবর্তন হবেই। মনস্থির করে নিয়েছে বাংলা। মানুষের উত্সাহে অভিভূত। বাংলা বিকাশ চায়। বিকাশে গতি আনতে নতুন চ্যালেঞ্জ নিয়েছে। রেল ও মেট্রো প্রকল্পে মানুষের সুবিধা হবে। জনসভার শুরুতেই বাংলায় বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। "হুগলি নদী বাংলার জল ও জীবনধারা... এই দেবত্বভূমিতে এসে আমি বাবা তারকনাথকে শত শত প্রমাণ"।

এদিন ডানলপের জনসভায় ধনেখালির তাঁতশিল্পীদের বোনা শাড়ি দিয়ে তৈরি মালায় বরণ করে নেন ভারতীয় প্রধানমন্ত্রীকে‌। ভাষণে নরেন্দ্র মোদী আরও বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। মানুষ এদের ক্ষমা করবে না। বাংলায় বিজেপি সরকার গঠনের পর প্রত্যেক বাঙালি নিজের সংস্কৃতিকে গর্বের সঙ্গে রক্ষা করতে পারবে। কেউ ভয় দেখাতে পারবে না।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00


XS
SM
MD
LG