অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ শান্তনু মুখার্জীর বিশ্লেষণ


ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, তা প্রশমনের লক্ষ্যে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যাযে কিছু যোগাযোগ হয়েছে। আশা করা হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এ বিষয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলছেন নতুন দিল্লীতে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ ও ভারতীয় পুলিশ বিভাগের প্রাক্তন কর্মকর্তা শান্তনু মুখার্জীর সঙ্গে।

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে ঘোষণা করেছেন যে ভারতের বায়ূ সেনার উইং কমাণ্ডার অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে। কারণ তিনি মনে করেন যুদ্ধ কোন সমাধান নয়, যুদ্ধ করতে গিয়ে বহু দেশই ধ্বংস হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী পম্পেও, অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী শানাহ্যান সকলেই দুই দেশের প্রতি উত্তেজনা কমানোর, সংযত হবার এবং কোন সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। শান্তনু মুখার্জী তার বিশ্লেষণে বলেন, পাকিস্তানের পক্ষ থেকে শান্তির আভাষ এটি এক কূটনৈতিক সাফল্য বলা যেতে পারে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা উত্তেজনা প্রশমনে অনুকূল এক উদ্যোগ বলে মন্তব্য করেছেন শান্তনু মুখার্জী।

XS
SM
MD
LG