অ্যাকসেসিবিলিটি লিংক

সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট এর প্রতিবাদ আন্দোলনের নামে তাণ্ডব রুখতে এবার কলকাতায় বন্ধ ইন্টারনেট পরিষেবা


সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট CAA-র প্রতিবাদ আন্দোলনের নামে তাণ্ডব রুখতে এবার কলকাতায় বন্ধ ইন্টারনেট। কলকাতার বিভিন্ন এলাকায় অলিখিতভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। যার ফলে প্রভাব পড়েছে অ্যাপ ক্যাব পরিষেবায়। অ্যাপ ক্যাব চালকদের অভিযোগ, ইন্টারনেট বন্ধ থাকায় অ্যাপ কানেক্ট করতে পারছেন না তাঁরা।

উল্লেখ করা যেতে পারে গত সপ্তাহে শুক্রবার জুম্মার নমাজের পর রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়ায় ছড়িয়েছিল হিংসা। রেল লাইন ও স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় হ্যালো আন্দোলনকারীরা। এর পর একই রকম হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। বাদ যায়নি কলকাতাও। যার ফলে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। সপ্তাহখানেক পর তাণ্ডব কিছুটা থামলেও নতুন করে উত্তেজনা ছড়ানোর শঙ্কায় বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রায় ১ সপ্তাহ ধরে বন্ধ ৬ জেলায় ইন্টারনেট। কলকাতায় হিংসাত্মক আন্দোলন হলেও সেখানে এতদিন ইন্টারনেট পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। কিন্তু আজ শুক্রবার আর ঝুঁকি নিল না পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন।

জুম্মার নমাজের পর হিংসা রুখতে জেলাশাসকদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ মুখ্যসচিবের। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও শুক্রবার বেলা বাড়তেই কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধের খবর আসে। পার্ক সার্কাস, বিশ্ব বাংলা সরণির পাশের বিস্তীর্ণ এলাকা, কামালগাজি, বিজয়গড়, খিদিরপুর, মোমিনপুরে এদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। ইন্টারনেট বন্ধের খবর মিলেছে গড়িয়া থেকেও। অ্যাপ ক্যাব ইউনিয়নের নেতা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন জায়গায় চালকরা ক্যাব নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় বুকিং পাচ্ছেন না। সরকার আগে থেকে না জানানোয় বিপদ আরও বেড়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG