অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত যথেষ্ট পরিমাণে সক্ষম, মন্তব্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর


সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত যথেষ্ট পরিমাণে সক্ষম। পাক প্রতিরক্ষা মন্ত্রীর পরমাণু বোমার হুমকি নসাৎ করে দিয়ে এই মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর।

লখনউতে এক অনুষ্ঠানে পারিক্কর জানান, "সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না।আমি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী।পাকিস্তানের নয়।তবে এটুকু বলতে পারি ,নিজেদের সীমান্ত রক্ষার দায়িত্ব পালনে নয়াদিল্লী সজাগ এবং সক্ষম।"প্রসঙ্গত ,পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন "পরমানু অস্ত্র ব্যবহার না হওয়াই কাম্য।কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে পরমাণু হামলা আমরা চালাতে পারি।"ভারতের নাম না করলেও আসিফের নিশানা যে ভারতের দিকেই ছিল ,এক বাক্যেই তা স্বীকার করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।এমনকী দিন কয়েক আগে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ও পরমাণু অস্ত্র প্রসঙ্গে বলেছিলেন ,পরমাণু অস্ত্র সাজিয়ে রাখার জন্য নয়।প্রয়োজনে এগুলি ব্যবহার করা হবে।বিষয়টি নিয়ে মনোহর পারিক্করকে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন।

সরাসরি লিংক

XS
SM
MD
LG