অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বামপন্থী আর কংগ্রেসের মধ্যে কেনো জোট হলো


মাস দুয়েক আগেও যা অচিন্ত্যনীয় ছিল, স্রেফ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবার তাগিদে সেই ভাবনার পালে লেগেছে জোর হাওয়া। মনমোহন সিং সরকারের ওপর থেকে বামপন্থীরা সমর্থন তুলে নেওয়ার পর থেকেই দু তরফে মুখ দেখাদেখিও বন্ধ ছিল। কিন্তু মনমোহন সরকার টিঁকে তো গেলই, আরও একবার ক্ষমতাতেও ফিরে এলো। এরপর ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এল বিজেপি, পশ্চিমবঙ্গেও এখন রাজত্ব চলছে তৃণমূল কংগ্রেসের। ভোট যত ভাগ হবে, ততই তৃণমূলের ক্ষমতায় ফেরা সহজ হবে, এ কথা বুঝেছে কংগ্রেস আর বামেরা। তাই দুই তরফে জোট বেঁধে লড়াই। জোটের সাফল্য কতটুকু হবে, তার জানা যাবে ১৯ মে ফলাফল বেরনোর সময়। কিন্তু যেটা দেখবার, তা হল, দুই তরফের মধ্যে ঐক্য কিন্তু ক্রমেই জোরদার হচ্ছে। পরের লোকসভা নির্বাচন পর্যন্ত বাম-কংগ্রেস ঐক্য টিঁকবে নি না, সেটাও রাজনৈতিক মহলে কৌতূহলের বিষয়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG