পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আর সিঙুরের পরে এবার কি ভাঙড়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন? পাওয়ার গ্রিড কর্পোরেশনের বিদ্যুৎ সংবহন সাব-স্টেশন নির্মিত হচ্ছে কলকাতার উপকণ্ঠে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। তৈরি হবে বিদ্যুত পরিবহনের জন্য টাওয়ারও। এ জন্য কাজ অনেকটা হয়ে যাওয়ার পরেও সম্প্রতি হঠাৎ জমি অধিগ্রহণের বিরুদ্ধে শুরু হয়েছে জোর আন্দোলন।
সোমবার আন্দোলনের তীব্রতা দেখে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নির্মাণের কাজ এখন বন্ধ রাখতে বলেন। তাও মঙ্গলবার সকাল থেকে এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গ্রামের মানুষের অভিযোগ, গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ।
উদ্বিগ্ন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেলে ভাঙড়ে পাঠান স্থানীয় বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাকে। অবস্থার দিকে তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন।
আমাদের সংবাদদাতা সবশেষ খবরে জানিয়েছেন, ভাঙড়ে গুলিতে আহত এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে এস এস কে এম হাসপাতালে।
ওদিকে, অসমর্থিত সূত্রের দাবি, গুলিতে আহতের সংখ্যা এক জন নয়, চার জন। তবে এ কথা সঠিক হলে অপর তিন জনের কোথায় চিকিৎসা চলছে, তা জানা যায়নি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।