ভারতে চলে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপনিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার।আজ কেন্দ্রীয় সরকার ষ্পষ্টতই জানিয়েছে এ দেশে অবৈধ ভাবে প্রবেশ করে ঘাঁটি গাড়া রোহিঙ্গা মুসলিমদের সনাক্তকরণের কাজ চলছে এবং তাদের গ্রেপ্তার করে দেশ থেকে বিতাড়িত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক সিনিয়র আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, গত পাঁচ -সাতবছরের মধ্যে মায়ানমার থেকে অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে তিনটি পথে। তাঁর কথায় এই মুহূর্তে প্রায় পাঁচ হাজার পাঁচশো রোহিঙ্গারা জম্মুতে রয়েছেন। তবে গোটা দেশের প্রেক্ষিতে জম্মুতেই রোহিঙ্গাদের সংখ্যা সর্বাধিক বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।