ভারত সরকারের কর্মকর্তারা বলছেন – ভারতের উত্তরাঞ্চলবর্তী উতারাখান্ড রাজ্যে গঙ্গা তীরে ধর্মিয় এক উত্সব চলাকালে কমসে কম ১৬ ব্যক্তির মৃত্যূ হয়েছে পদপিস্ট হয়ে । হিন্দুদের একটি তীর্থ ধামে প্রার্থনার জন্যে হাজার হাজার লোক সমবেত হলে ধাক্কা ধাক্কির চোটে ঐ পদপিস্টের ঘটনা ঘটে । রাজধানী নতুন দিল্লির ১শ’ ৭৫ কিলোমিটার উত্তর প্রান্তের অন্যতম পবিত্র তীর্থধাম হরিদ্বারে এ ঘটনা ঘটেছে ।