অ্যাকসেসিবিলিটি লিংক

চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: নয়াদিল্লিতে ওয়েব ভিত্তিক ট্যাক্সী নিষিদ্ধ


ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক নারী অভিযোগ করেছে যে যুক্তরাস্ট্র ভিত্তিক ট্যাক্সি কোম্পানী ইউবারের এক চালক তাকে ধর্ষন করেছে। এর প্রেক্ষিতে নয়াদিল্লিতে সবধরণের ওয়েব ভিত্তিক ট্যাক্সী কোম্পানী নিষিদ্ধ করা হয়েছে।

নয়াদিল্লির কর্মকর্তারা সোমবার শুধু ওয়েব ভিত্তিক ট্যাক্সী কোম্পানী নিষিদ্ধের ঘোষণা দিলেও; তবে মঙ্গলবার তা বর্ধিত করে ছয়টি তালিকাভূক্ত রেডিও ট্যাক্সী কোম্পানী ছাড়া সকল ট্যাক্সী নিষিদ্ধ করা হয়।

মঙ্গলবার ইউবার প্রতিনিধি বলেন ট্যাক্সী নিষিদ্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা তারা পান নি।

এদিকে এক নারী অভিযোগ করেন শুক্রবার তিনি ইউবারের গাড়ীতে ঘুমিয়ে পড়লে ঐ ট্যাক্সীর চালক ৩২ বছর বয়সী শিভ কুমার ইয়াদভ তাতে ধর্ষণ করে। সোমবার ইয়াদভকে আদালতে আনা হয়।

ভারতীয় পুলিশ রয়টারকে জানায় ঐ ড্রাইভারের পরীক্ষা করতে ব্যার্থ হওয়ার কারণে ঐ ট্যাক্সী কোম্পানীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে। তবে কোম্পানীর পক্ষ থেকে বলা হয়েছে চালকদের ব্যাকগ্রাউন্ড চেক দরকার হয় না। কোম্পানীর প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক বলেন ভারতের বানিজ্যিক পরিবহন লাইসেন্সিং কর্মসূচীতে পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড চেককরার বিষয়ে ইউবার ভারত সরকারের সঙ্গে কাজ করবে।

স্মার্টফোন দিয়ে ট্যাক্সী ভাড়া করার সুবিধা সম্বলিত ট্যাক্সী কোম্পানী ইউবার, নয়াদিল্লিতে এক বছর ধরে কাজ করছে।

XS
SM
MD
LG