ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বিবাদ এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে।ওয়াশিংটন পক্ষপাতমূলক সুবিধা তালিকা থেকে নতুন দিল্লিকে অপসারণ করার পর এই পাল্টা পদক্ষেপ নেয় ভারত।
রবিবার থেকে এই শুল্ক আরোপিত হয়। ২৮তি পণ্যএর মধ্যে রয়েছে কাঠ বাদাম ও আপেল।যুক্তরাষ্ট্রের কাঠ বাদাম ও আপেলের বৃহত্তম আমদানিকারক ভারত। ২০১৭ সালে ভারত জি এস পি পদ্ধতির সবচাইতে বড় সুবিধাভোগী । জি এস পি সুবিধার কারনে ১২০টি দেশ পণ্য রপ্তানিতে জুক্তরাশ্ত্র আরোপিত শুল্ক থেকে সাহায্য পায়। ভারতীয়ও পণ্য রপ্তানির মধ্যে মোটর গাড়ীর যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য, মূল্যবান ধাতুর অলংকার এবং কাঁচা মাল রয়েছে।