অ্যাকসেসিবিলিটি লিংক

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বন্যা পরিস্থিতি


টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বন্যা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাসিমারায় ৪৭৮ মিলি মিটার, বক্সাদুয়ারে ৪৪৫ মিলি মিটার ও অন্যত্রও প্রায় একই রকম প্রবল বৃষ্টি। পূর্বাভাস, আগামী ৭২ ঘণ্টায় ঐ রকমই প্রবল বৃষ্টি হতে পারে। উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের কর্মচারীদের সব ছুটি বাতিল করে দিয়েছে। নানা জায়গায় রেল লাইন জলের নিচে, উত্তর-দক্ষিণ বঙ্গের মধ্যে রেল চলাচল বন্ধ করে দিতে হয়েছে। আলিপুরদুয়ার শহরে জলের তোড়ে বিদ্যুৎ স্তম্ভ ভেসে যাওয়ায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। পাহাড়ের ঢাল বেয়ে জল নেমে আসছে সমতলে। তার জেরে জলপাইগুড়ির মত সমতলের শহরও জলের নিচে। রবিবারের পুরভোট পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নজর রাখছে সবকটি নদীতে জলস্তর ছাড়াও বিভিন্ন ব্যারেজের লকগেট ও নদী বাঁধগুলির ওপর। এখনও মাস দেড়েক বর্ষার মেয়াদ। তার মধ্যে আবার কখন কি হয়, তাই নিয়েই সকলের উৎকণ্ঠা।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG