অ্যাকসেসিবিলিটি লিংক

স্বেচ্ছাসেবকেরা ভারতের বিপর্যস্তদের সেবায় এগিয়ে আসছেন


Health workers and volunteers in personal protective suits wait to receive patients outside a COVID-19 hospital that was set up at a Sikh Gurdwara in New Delhi, India, Monday, May 10, 2021. (AP Photo/Ishant Chauhan)
Health workers and volunteers in personal protective suits wait to receive patients outside a COVID-19 hospital that was set up at a Sikh Gurdwara in New Delhi, India, Monday, May 10, 2021. (AP Photo/Ishant Chauhan)

সীডস নামের একটি সংগঠন যারা প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষত অংশ নিয়ে থাকেন, এখন সংক্রমণে বিপর্যস্ত দরিদ্র জন-সম্প্রদায়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছেন, যে সম্প্রদায় কভিড-১৯ এর টিকা সম্পর্কে কিছুই জানেন নাI সংস্থাটির উপ-প্রতিষ্ঠাতা, ড: মানু গুপ্ত বলেন, আমরা দেখেছি ৬০ বছরের ওপরে যাঁদের বয়স, তাঁদের অনেকেই জানেন না যে, তাঁরা টিকা নিয়ে তাদের জীবন রক্ষা করতে পারেনI

রয়টার্সের খবরে প্রকাশ, ভারতের স্বেচ্ছাসেবকেরা দরিদ্র ও বয়োজ্যেষ্ঠদের কাছে কভিড-১৯ টিকার ব্যাপারে প্রচারে নিয়োজিত হয়েছেনI রিক্সা, ক্যাব বা অন্যান্য পরিবহনের সাহায্যে স্বেচ্ছাসেবকেরা তাদের পৌঁছে দিচ্ছেন বিভিন্ন টিকা কেন্দ্রেI

সীডস নামের একটি সংগঠন যারা প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষত অংশ নিয়ে থাকেন, এখন সংক্রমণে বিপর্যস্ত দরিদ্র জন-সম্প্রদায়ের প্রতি মনোযোগ নিবদ্ধ করেছেন, যে সম্প্রদায় কভিড-১৯ এর টিকা সম্পর্কে কিছুই জানেন নাI সংস্থাটির উপ-প্রতিষ্ঠাতা, ড: মানু গুপ্ত বলেন, আমরা দেখেছি ৬০ বছরের ওপরে যাঁদের বয়স, তাঁদের অনেকেই জানেন না যে, তাঁরা টিকা নিয়ে তাদের জীবন রক্ষা করতে পারেনI। ( রয়টার্স)

XS
SM
MD
LG