অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নকশালদমন অভিযানে এবার মহিলা কমান্ডো


ভারতে নকশালদমন অভিযানে এবার মহিলা কমান্ডোদেরও পাঠানোর সিদ্ধান্ত নিল সিআরপিএফ। দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাওবাদী সমস্যা মোকাবিলায় মহিলা নিরাপত্তাকর্মীদের মোতায়েন করার এই সিদ্ধান্ত যুগান্তকারী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বাহিনীর ডিরেক্টর জেনারেল কে দুর্গাপ্রসাদ বলেন, ‘৬ মে আজমির থেকে মহিলা বাহিনীর যে কমান্ডোরা প্রশিক্ষণ শেষ করেছেন (২৩২তম বাটালিয়ন), তাঁদেরকেই মাওবাদী অধ্যুষিত অঞ্চলে মোতায়েন করা হবে। সেইমতোই ঐ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

৫৬৭ জনকে এজন্য বেছে নেওয়া হয়েছে। ১০০ জন করে তাঁদের ঐসব এলাকায় ডিউটিতে পাঠানো হবে। তাঁরা ফিরে এলে বাহিনীর অপর ১০০ জনকে পাঠানো হবে সেখানে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বাহিনী সূত্রের খবর, মাওবাদী দলে যদি মহিলারা থাকতে পারে, পুরোদস্তুর ‘যুদ্ধে’ অংশগ্রহণ করতে পারে, তবে নিরাপত্তা বাহিনীর মহিলারা পিছিয়ে থাকবেন কোন যুক্তিতে!

উল্লেখ্য, কয়েকদিন আগে আইটিবিপি (ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ) সিদ্ধান্ত নিয়েছিল, ভারত-চীন সীমান্ত প্রহরার কাজে মহিলাকর্মীদেরও ব্যবহার করা হবে, প্রয়োজনে যুদ্ধেও। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG