অ্যাকসেসিবিলিটি লিংক

মাদক চোরাচালানীর দায়ে ইন্দোনেশিয়ায় ৫ বিদেশীসহ ৬ জনের মৃত্যুদন্ড


ইন্দোনেশিয়ায় মাদক চোরাচালানীর দায়ে অভিযুক্ত ৫ বিদেশীসহ ৬ জনের ক্ষমার আবেদন নাকচ করে তাদেরকে মৃত্যুদন্ড দেয়ার পর ব্রাজিল ও নেদারল্যান্ডস তাদের রাষ্ট্রদূত সেখান থেকে ফিরিয়ে নিয়েছেন।

এ্যাটর্নী জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে রবিবার মধ্যরাতেই মধ্য জাভা প্রদেশে ৫ বিদেশী নাগরিক ও এক ইন্দোনেশেয়ানকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে মৃত্যুদন্ড দেয়া হয়। এ্যটর্নী জেনালের মুহাম্মাদ প্রাসেতিও বলেন:

“এটা ইন্দোনেশিয়ার সরকারের দৃঢ়তার উদাহরণ যে সরকার দুষ্কৃতকারী মাদক ব্যাবসায়ী চোরাচালানী কারোর সঙ্গে সমঝোতা করে না”।

ডাচ পররাস্ট্রমন্ত্রী বার্ট কোয়েন্ডারস ঐ মৃত্যুদন্ডকে হিংস্র ও অমানবিক শাস্তি আখ্যা দিয়ে বলেন এতে মানবিক মর্যাদা ও অখন্ডতাকে অস্বীকার করা হয়েছে।

ব্রাজিল সরকারের পক্ষে দেয়া এক বক্তব্যে বলা হয়েছে মৃত্যুদন্ড কার্যকর করার বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নেদারল্যান্ডের তিনজন ছাড়াও ছিলো মালাওয়ি, নাইজেরিয়া ও ভিয়েতনামের নাগরিক।

অক্টোবরে ইন্দোনেীশয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়া প্রেসিডেন্ট জোকো উইদোদো মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রমান করলেন ওই ৬ জনের ক্ষমার আবেদন নাকচ করে দেয়ার মধ্য দিয়ে।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদন্ডকে মানবাধিকার লংঘন বলে উল্লেখ করেছে।

XS
SM
MD
LG