অ্যাকসেসিবিলিটি লিংক

সহিংসতা, বিদ্বেষ ছড়ানোর জন্য ইন্দোনেশিয়ার গবেষক রাডো পাত্র আটক


ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তারা হিংসা, বিদ্বেষ ও উসকানিমূলক বার্তা সম্প্রচার করার জন্য অভিযুক্ত এক কর্মীকে আটক করলেও মানবাধিকার সংস্থা জানিয়েছে, তাদের বিশ্বাস ঐ ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছিনতাই করে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র ইয়ুরি ইউনূস অনলাইনে সংবাদ সম্মেলনে বলেন, 'সহিংসতা ও/অথবা বিদ্বেষ ছড়ানোর জন্য বার্তা সম্প্রচার করার অভিযোগে ' যুক্তরাজ্য ভিত্তিক ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির ইন্দোনেশিয়ার গবেষক রাডো পাত্র বুধবার রাতে আটক হয়েছেন । ইউনুস জানান, পাত্রাকে এখনো অভিযুক্ত করা হয়নি। পাত্র-কে ফাঁসানো হয়েছে কিনা জানতে চাইলে ইউনুস কোনো জবাব দেননি। আইনজীবী মুহাম্মদ আরসাইদ বলেন, তদন্তকারীরা তাকে পাত্রাকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়নি।

XS
SM
MD
LG