অ্যাকসেসিবিলিটি লিংক

 ইন্দোনেশিয়ার সাবমেরিনটিতে ফাটল ধরাতে তা ডুবে যায় 


শনিবার, ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী জানায়, গত সপ্তাহে ইন্দোনেশিয়ার যে সাবমেরিনটি ৫৩ জন ত্রু সদস্য নিয়ে নিমজ্জিত হয়, তাঁর ধ্বংসাবশেষের টুকরো বালির সাগরে সনাক্ত করা হয়েছেI উদ্ধারকারী দল, সাবমেরিনটি শেষ অবস্থানের কাছে ভাসমান টুকরো সনাক্ত করার পর, সামরিক বাহিনীর ঘোষণা দেয়া হয়এবং সেই সঙ্গে কারুর বেঁচে থাকার সম্ভাবনাও বিলীন হয়ে যায়I

ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান, এডমিরাল ইয়োদো মারগোনো বলেন, "উদ্ধারকৃত সাবমেরিনের টুকরো নিশ্চিত করেছে যে এগুলি সেই সাবমেরিনের ধ্বংসাবশেষI সাবমেরিনটি ৪০০ থেকে ৫০০ মিটার নিচে চলে যাওয়ায় তাতে ফাটল ধরে থাকতে পারে, বিস্ফোরণ ঘটলে সোনার যন্ত্রে তা শোনা যেত"I

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান, এডমিরাল মাইক গিল্ডে সাবমেরিনটি ডুবে যাওয়ায় শোক বার্তায় বলেন, "নাবিক হিসাবে সাগরের সঙ্গে আমাদের যেমনি ভালোবাসা, তেমনি বিপদের ঝুঁকির প্রতিও আমরা শ্রদ্ধা দেখিয়ে থাকিI এই বিয়োগাত্মক ঘটনার পরও, মুক্ত ও অবাধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় চলাচলে দুটি দেশ সহযোগিতা করে যাবে"I

XS
SM
MD
LG