বাংলাদেশে তিন শতাংশের নিচে নেমে এসেছে করোনাভাইরাসে শনাক্তের হার। এপ্রিলের পর এটাই প্রথম দৈনিক শনাক্ত রোগীর হার এই অবস্থায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে এমন ধারণাই পাওয়া যায়। বুধবার সকাল পর্যন্ত ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে ৪৩৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্তের হার দুই দশমিক ৯২ শতাংশ। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে। গত একদিনে আরও ১৩ জন মারা গেছেন। সবমিলিয়ে মারা গেছেন আট হাজার ১৬২ জন।
সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০৬ জন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, নিবন্ধন ছাড়া কাউকে এখন টিকা দেয়া হবে না। যারা টিকা নিতে চান, তাদেরকে অবশ্যই নিবন্ধন করতে হবে। এখন পর্যন্ত ৭৭ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ৭ই ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী টিকাদান শুরু হবে। স্বাস্থ্যের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, মানুষকে সচেতন করার জন্য গ্রামে গ্রামে প্রচারণা চালানো হবে।